বিশ্ব ক্যান্সার দিবস, 2024

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার সচেতনতা, ক্যান্সার পরবর্তি পদক্ষেপ ও ক্যান্সার রোধে করণীয় বিষয়াদি নিয়ে সারাদেশে সংস্থাটি নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। সভা, সেমিনার, আলোচনা ও জন সচেতনতামূলক র্যালিও পালন করছে আজ ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ ঘটিকায় জাতীয় শহিদ মিনার থেকে দোয়েল চত্তর হয়ে প্রেস ক্লাব পর্যন্ত ক্যান্সার বিষয়ক জনসচেতনতা মূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশেষ প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ (ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়), বিশেষ অতিথিঃ ক্যান্সার এ্যায়ানেসের জনক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, প্রকল্প সমন্বয়ক ও প্রধান, ক্যান্সার প্রতিরোধ বিভাগ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র), আলি নিয়ামত, প্রধান উপদেষ্টা, ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ, ঢাবি এলামনাই নিউজ, সম্পাদক ও ক্যাট সভাপতি, দৈনিক বঙ্গজননী, এডভোকেট ড. কামাল হোসেন, সাধারন সম্পাদক ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ।
সভাপতিত্ব করছেন সৈয়দ হুমায়ুন কবীর, প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ।
এই দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়, যা পূর্বে ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত, যার ১৭০টিরও বেশি দেশে প্রায় দু’ হাজার সদস্য রয়েছে।
দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল মারাত্মক ও প্রাণঘাতী এই কর্কট রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা। ক্যান্সার একটি বড় রোগ, যার সময়মত চিকিৎসা প্রয়োজন। প্রতিবছর বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। দ্বিতীয় এ মরণব্যাধিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই হচ্ছে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের নাগরিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে সচেতনতা ও শিক্ষার অভাব এবং অর্থনৈতিক অবস্থাকে বাংলাদেশে ক্যান্সার ও এ রোগে মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে ৯৮ শতাংশের বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বাংলাদেশে প্রতি বছর প্রায় সাড়ে সাত হাজার মানুষ এ রোগে মারা যান।
নানা কারণে স্তন ক্যান্সার হতে পারে।
‘আমাদের জীবনাচরণে এবং খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে, সেটি একটি কারণ। এছাড়া কারো পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে হতে পারে। কারো যদি বারো বছরের আগে ঋতুস্রাব হয় এবং দেরিতে মেনোপজ বা ঋতু বন্ধ হয়, তারাও ঝুঁকিতে থাকে। সেই সঙ্গে তেজস্ক্রিয় স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।’
গবেষণায় দেখা যায়, দেরিতে সন্তান গ্রহণ, আবার যাদের সন্তান নেই, বা সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের চাইতে চর্বি ও প্রাণিজ আমিষ বেশি থাকলে এবং প্রসেসড ফুড বেশি খেলে এবং অতিরিক্ত ওজন যাদের তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে।
এছাড়া দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছেন বা হরমোনের ইনজেকশন নিচ্ছেন, তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন। একই সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে। বিশেষ করে ৫০ বছর বয়সের পর এই ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তখন আর করার কিছু থাকে না।
স্তন ক্যান্সার সাধারণত দুভাবে শনাক্ত করা যায়: ১. স্ক্রিনিংয়ের মাধ্যমে ২. রোগ নির্ণয়ের মাধ্যমে। স্ক্রিনিং আবার দুভাবে করা যায়: ১. নিজেই নিজের স্তন পরীক্ষা করা। ২. ডাক্তার বা নার্সের সাহায্যে পরীক্ষা করা।
স্তন রোগ নির্ণয়ের ক্ষেত্রেও প্রধানত দুটি পদ্ধতি রয়েছে: ১. মেমোগ্রাম বা স্তনের বিশেষ ধরনের এক্স রে। ২. স্তনের আলট্রাসনোগ্রাম।
তাছাড়া এমআরআই এবং বায়োপসি এর মাধমেও স্তন ক্যান্সার নির্ণয় করা হয়ে থাকে।স্তন ক্যান্সার শনাক্তকরণের পরবর্তী পর্যায় হল এর সঠিক চিকিৎসা করা। স্তন ক্যান্সারের যে চিকিৎসাগুলো প্রধানত
রয়েছে তা হলো: সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি ও হরমোন থেরাপি।
সার্জারির মধ্যে আবার বিভিন্ন ধরন রয়েছে। তবে কোন ধরনের চিকিৎসা রোগীর জন্য উপযুক্ত, তা বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধান্ত নেবেন। যেহেতু স্তন ক্যান্সারের নির্দিষ্ট কোনো কারণ নেই, তাই ঝুঁকি এড়ানোর জন্য স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন হওয়া এবং নিয়মিত স্তন পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।
ক্যান্সার কথাটি শোনামাত্র মানুষের মনে সৃষ্টি হয় এক বিভীষিকার। মহিলাদের কাছে তেমনি এক বিভীষিকার নাম স্তন ক্যান্সার। এক পরিসংখ্যানে দেখা যায়, আমেরিকায় প্রতি ১০ জন মহিলার মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং তাদের মধ্যে প্রতি চারজনে একজন মৃত্যুবরণ করেন। স্তন ক্যান্সারের এ পরিসংখ্যান খুবই আশঙ্কাজনক। আমাদের দেশে এ ধরনের কোনো পরিসংখ্যান হয়নি, তাই স্তন ক্যান্সারের সঠিক হার জানা যায়নি। তবে এ হার যে খুব কম নয় তা বলা বাহুল্য।
যে কারণে স্তন ক্যান্সার হতে পারে: স্তন ক্যান্সারের সঠিক কারণ এখনো সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব হয়নি, তবে মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বংশগত বিষয়: স্তন ক্যান্সারের একটি কারণ হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া ত্রুটিযুক্ত জিন। এসব জিনের মধ্যে রয়েছে BRCA 1 এবং BRCA 21
চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সারের রোগ তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যান্সারের লক্ষণগুলি নির্ভর করে ক্যান্সারটি কোথায়, এটি কতটা বড় এবং এটি কাছাকাছি কোনও অঙ্গ বা টিস্যুকে কতটা প্রভাবিত করে। ক্যান্সার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে। তারা বলেন, ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এটা কী ধরনের রোগ, কী কী কারণে ঝুঁকি বাড়ে, প্রতিরোধের জন্য কী কী করণীয় সে বিষয়ে সচেতনতা জরুরি।
ক্যান্সার প্রতিরোধী যেসব খাবার খেতে হবে: অনেক বেশি আঁশযুক্ত খাবার ক্যান্সার সৃষ্টিকারী ইস্ট্রোজেনের মাত্রা কমাতে পারে। এর ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৫০% পর্যন্ত কমে। মটরশুঁটি, তাজা ফল, আস্ত শস্য এবং ফ্ল্যাভনয়েড, ক্‌রুসিফেরাস ফাইটোনিউট্রিয়েন্ট (ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি) ও ক্যারোটিনয়েড সমৃদ্ধ সবজি খেতে হবে। পেঁয়াজ, রসুন, পেঁয়াজ পাতা ইত্যাদি সবজিগুলো ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র্যাডিকেলকে নিরপেক্ষ করে এবং ক্যান্সার কোষের বিভক্ত হওয়া প্রতিরোধ করে। এইধরনের সবজি কাঁচা খেলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। সয়াবিন ও অন্য সয়া পণ্য যেমন- টফু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায়। কিন্তু মিষ্টি স্বাদের ও রিফাইন্ড সয়া পণ্য যেমন- সয়া দুধ ও সয়া তেল এড়িয়ে চলুন। মনে রাখবেন চিনি ক্যান্সারের সবচেয়ে ভালো বন্ধু। চিনি ক্যান্সার জিনকে সক্রিয় করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধিতে জ্বালানী হিসেবে কাজ করে।
করতে হবে শারীরিক ব্যায়াম: যেসব নারীরা দৈনিক ৩০-৪৫ মিনিট ব্যায়াম করেন তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি যারা ব্যায়াম করেনা তাদের চেয়ে কম। প্রাথমিক অবস্থায় নির্ণয় করা সম্ভব হলে শুধু ক্যান্সারযুক্ত গোটা ও আশপাশের কিছু অংশ অপারেশন করে ফেলে দিলে এবং পরবর্তীকালে রেডিওথেরাপি দিলে রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করেন।

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...
বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার পেছনে।তামাক নিয়ন্ত্রন আইন শক্তিশালী করনের মাধ্যমেই এসব ক্ষয়ক্ষতি এড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের ঘোষণা বাস্তবায়ন করা সম্ভব।

মঙ্গলবার(৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে তামাক বিরোধী বর্ণাঢ্য এক র‍্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনুসন্ধানে দেখা গেছে সরকারের বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা, কর্মচারীরাও অফিসে বসে ধুমপান করছেন।আইন প্রয়োগ করে শাস্তি দিয়ে সরকারকেই এসব বন্ধ করতে হবে। বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ খুবই কম। মাত্র তিন কোটি ৭৬ লাখ সাত হাজার একর। অথচ তামাক চাষে ব্যবহৃত মোট জমির পরিমাণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩তম। বিশ্বের মোট তামাকের এক দশমিক তিন শতাংশই উৎপাদিত হয় বাংলাদেশে। তামাক চাষের কারণে খাদ্য ফসলের জমি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বাংলাদেশে রবি মৌসুমের প্রধান খাদ্য ফসলগুলোর মধ্যে বোরো, গম এবং আলু অন্যতম ও এ মৌসুমেই তামাক চাষ হয়ে থাকে। তামাক চাষ বন্ধ করে সেসব আবাদি জমিতে ফসল ফলাতে হবে।

বিশ্ব তামাকমুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য তামাক নয়, খাদ্য ফলান। প্রতি বছরের ন্যায় এবারও সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হয়েছে দিবসটি। তামাকের ভয়াবহতা উপলব্ধি করে তামাক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সেবামূলক সংগঠন “ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ (WCSB)” মানুষকে তামাক ও ধূমপান বিষয়ে গণসচেতনতা তৈরীর উদ্দেশ্যে আয়োজন করেছে বর্ণাঢ্য এই র‍্যালির। বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত ধুমপান ও তামাক বিরোধী সচেতনতামূলক এই র‍্যালিটির উদ্ভোধক ছিলেন ক্যাট চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান।

তামাক বিরোধী এই আন্দোলনে বক্তারা বলেন, বাংলাদেশে তামাকজনিত অসুস্থতায় প্রতি বছর এক লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। দেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান চারটি কারণের একটি তামাক। তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় ও কর্মক্ষমতা হ্রাসের আর্থিক ক্ষতি প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। তামাকের এসব ক্ষতিকর দিক বিবেচনা করেই তামাক নিয়ন্ত্রণকে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের অন্তর্ভুক্ত (টার্গেট ৩এ) করা হয়েছে। কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তামাকের সরবরাহ ও চাহিদা কমিয়ে আনাই হতে পারে তামাকের নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার সঠিক উপায়।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের
সাধারণ সম্পাদক ডাঃ কামাল হোসেন, দৈনিক বঙ্গ জননী পত্রিকার প্রধান সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি ক্যাট(সভাপতি), মাদক বিরোধী আন্দোলন বাংলাদেশ’র রূপকার আলী নিয়ামত, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র যুগ্ম সাধারণ সম্পাদক জীবন কুমার সরকার এবং সিনিয়র সহ-সভাপতি সালমান খান। এছাড়াও বাংলাদেশ স্কাউটস’র কর্মকর্তা ও বিভিন্ন সদস্য,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মি, ডাক্তার, নার্স, ক্যাট, আধুনিক, সাস্ক ও ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং এলামনাই এসোসিইয়েসনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন যেহেতু আমরা পানি পান করা থেকে বিরত থাকি, দেহের  পানিশূন্যতা দূর করতে ইফতার ও সেহেরীতে পর্যাপ্ত পানি এবং পানীয় খাদ্যদ্রব্য খাওয়া প্রয়োজন।

এতে গরমে রোজা রাখতে সহজ হয় এবং হজমে সুবিধা হয়।লেবু, আম, তরমুজ , ডাবের পানি,  দই-চিড়া, পেয়ারা, আপেল, নাশপাতি এবং শুকনা ফল খোরমা, খেজুর ইত্যাদি খাবার ছিল তালিকায়।

শুক্রবার(১৪ এপ্রিল) কমলাপুর রেলওয়ে সংলগ্ন ব্যাস্ত সড়কে নিম্ম আয়ের মানুষ ও রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করতে দেখা যায় প্রফেসর ডা. রাস্কিন ও সংস্থার প্রেসিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবিরকে।

এরপর দক্ষিন কমলাপুরের আঞ্চলিক রেলওয়ে স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র,বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চল কার্যালয়ে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের ইফতার করালেন সংস্থাটি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উশূ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ডাঃ কামাল হোসেন, দৈনিক বঙ্গ জননী পত্রিকার প্রধান সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি ক্যাট(সভাপতি), মাদক বিরোধী আন্দোলন বাংলাদেশ’র রূপকার আলী নিয়ামত ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার নেত্রী সেহলী পারভিন,বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সম্পাদক যুবরাজ, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র যুগ্ম সাধারণ সম্পাদক জীবন কুমার সরকার এবং সিনিয়র সহ-সভাপতি সালমান খান, দৈনিক সমকালের সহ সম্পাদক মিজান শাহজাহান প্রমুখ।

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় ব্যাতিক্রমি এ নৌ র‍্যালীর আয়োজন করেন নিরাপদ চিকিৎসা চাই(নিচিচা) কেন্দ্রীয় কমিটি।

র‍্যালী পরবর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে সকল মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার কথা বলতে গেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানের কথা অবশ্যই উল্লেখ করতে হয়। বঙ্গবন্ধু স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকে সংবিধানের মূল অধিকারের অংশ হিসেবে সংযোজন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বাস্থ্যকে গুরুত্বদান, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা, চিকিৎসকদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ গঠন ইত্যাদি। জাতির পিতার চিন্তাচেতনা বহু গুণে অ্যাডভান্স ছিল।

বঙ্গবন্ধু প্রতিটি গ্রাম বা ওয়ার্ডে একজন স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার কথা বলেছিলেন, যার কাজ হলো প্রতিটি বাড়ি ঘুরে ঘুরে মানুষের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া। অসুস্থ লোক থাকলে তাকে চিহ্নিত করে ইউনিয়ন সাব-সেন্টারে নিয়ে যাওয়া। বঙ্গবন্ধুর আমলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ইউনিয়নে সাব-সেন্টারসমূহ ও থানা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ যাতে নির্ধারিত সময়ের (১৯৭৮) মধ্যেই তৈরি হয়, সেভাবেই পরিকল্পনা করেছিলেন। কারণ ইউনিয়নে সাব-সেন্টারসমূহ ও থানা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ যথাসময়ে তৈরি হলে দেশের সব মানুষকে চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব হবে। বঙ্গবন্ধু শুধু দেশকে প্রতিষ্ঠা ও শক্রমুক্ত করে যাননি; মানুষের পাঁচটি মৌলিক চাহিদা—অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন। বঙ্গবন্ধু কতটা জনকল্যাণমুখী ছিলেন বর্তমান সময়েও আমরা তা ভেবে অবাক হয়ে যাই।

বঙ্গবন্ধুর কনসেপ্ট বা চিন্তা ও ধ্যানধারণা নিয়েই আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক খুলেছেন। এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করছি। মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্যস্বাধীন দেশে তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের ধারণা প্রবর্তন করেন। মাত্র সাড়ে তিন বছরেই দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তৎকালীন মহকুমা ও থানা পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই দেশব্যাপী প্রতি ৬ হাজার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি করে মোট ১৮ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। কমিউনিটি ক্লিনিকে কোভিড ভ্যাকসিন প্রদানসহ প্রাথমিক স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা কার্যক্রম চালু রয়েছে। কমিউনিটি ক্লিনিকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো, এটি সরকার ও জনগণের সম্মিলিত অংশীদারিত্বের একটি সফল কার্যক্রম, যার ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং স্থায়িত্বের লক্ষ্যে সরকার ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন’ পাশ করেছে। কমিউনিটি ক্লিনিক থেকে সারা দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবাসহ বিনা মূল্যে ৩০ ধরনের ওষুধ ও স্বাস্থ্যসেবা সামগ্রী প্রদান করা হচ্ছে।

প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধুর পথ ধরেই জননেত্রী শেখ হাসিনা দেশের মেডিক্যাল শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পাঁচটি, সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ৩৮টি, এর মূলে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ নাদিরা ইয়াসমিন জলি এমপি। উদ্ভোধক ছিলেন ক্যাট সভাপতি ও স্মার্ট বাংলাদেশ উন্নয়ন ভাবনা’র সম্পাদক আলী নিয়ামত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার(পিবিআই) কুদরত ই-খোদা দীপু, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র প্রেসিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির, আনসার ভিডিপি ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামান। নৌ র‍্যালি আয়োজনটির সভাপতিত্ব করেছেন নিরাপদ চিকিৎসা চাই’র (নিচিচা) চেয়ারম্যান যুবরাজ খান, পরিচালানা করেছেন নিরাপদ চিকিৎসা চাই’র (নিচিচা) মহাসচিব উম্মে সালমা। এছাড়াও নৌ র‍্যালীটিতে অংশগ্রহণ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র শতাধিক স্বেচ্ছাসেবক।

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ।

শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ রাষ্ট্রপতিকে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ ও ক্যাটের অভিভাবক রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র প্রেসিডেন্ট ও ক্যান্সার গবেষক সৈয়দ হুমায়ুন কবির, সংস্থার সদস্য ও দৈনিক জনতার সহ-সম্পাদক মাকসুদা খানম গোলাপ, সংস্থার সদস্য ও বঙ্গরুপ টেলিভিশনের উপস্থাপক সাবিকুন নাহার প্রমুখ।

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে সম্মানিত করা হয়। উক্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব কামরুজ্জামান কমল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা ছাবিনা ইয়াসমিন।

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...