বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।মূলত ক্যান্সার সচেতনতা ও ক্যান্সার রোধে করণীয় বিষয়াদি নিয়ে সারাদেশে সংস্থাটি নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে।সভা,সেমিনার,আলোচনা ও জন সচেতনতামূলক র‍্যালিও পালন করছে আজ ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ।

দিবসটি উপলক্ষ্যে শনিবার(৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সাত্তার হল রুমে “ক্যান্সার  বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

২০২২, ২০২৩ এবং ২০২৪- এই তিন বছরের জন্য একই থিম রাখা হয়েছে। ‘Close The Care Gap’। ক্যান্সার রোগীদের মানসিক ও শারীরিক ভাবে দেখভালের সমস্যা দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধান আলোচক, অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, (ভাইস চ্যান্সেলর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের স্পদস্য মোঃ সেলিম রেজ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাসার মোঃ জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আতিকুর রহমান, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা,  আলি নিয়ামত,প্রধান উপদেষ্টা, ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ,ঢাবি এলামনাই নিউজ, সম্পাদক ও ক্যাট সভাপতি, দৈনিক বঙ্গজননী, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক বাসস,বিএফইউজে’র কোষাধ্যক্ষ ও সাংবাদিক নেতা।

সভাপতিত্ব করবেন সৈয়দ হুমায়ুন কবীর,প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ।

এই দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়, যা পূর্বে ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত, যার ১৭০টিরও বেশি দেশে প্রায় দু’হাজার সদস্য রয়েছে।

দিবসটি  উদযাপনের উদ্দেশ্য হল মারাত্মক ও প্রাণঘাতী এই কর্কট রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা। ক্যান্সার একটি বড় রোগ, যার সময়মত চিকিৎসা প্রয়োাজন। প্রতিবছর বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। দ্বিতীয় এ মরণব্যাধিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই হচ্ছে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের নাগরিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে সচেতনতা ও শিক্ষার অভাব এবং অর্থনৈতিক অবস্থাকে বাংলাদেশে ক্যান্সার ও এ রোগে মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়।বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে ৯৮ শতাংশের বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন।বাংলাদেশে প্রতি বছর প্রায় সাড়ে সাত হাজার মানুষ এ রোগে মারা যান।

নানা কারণে স্তন ক্যান্সার হতে পারে।

‘আমাদের জীবনাচরণে এবং খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে, সেটি একটি কারণ। এছাড়া কারো পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে হতে পারে। কারো যদি বারো বছরের আগে ঋতুস্রাব হয় এবং দেরিতে মেনোপজ বা ঋতু বন্ধ হয়, তারাও ঝুঁকিতে থাকে। সেই সঙ্গে তেজস্ক্রিয় স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।’

গবেষণায় দেখা যায়, দেরিতে সন্তান গ্রহণ, আবার যাদের সন্তান নেই, বা সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের চাইতে চর্বি ও প্রাণিজ আমিষ বেশি থাকলে এবং প্রসেসড ফুড বেশি খেলে এবং অতিরিক্ত ওজন যাদের তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে।

এছাড়া দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছেন বা হরমোনের ইনজেকশন নিচ্ছেন, তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন।একই সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে। বিশেষ করে ৫০ বছর বয়সের পর এই ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তখন আর করার কিছু থাকে না।

স্তন ক্যান্সার সাধারণত দুভাবে শনাক্ত করা যায়: ১. স্ক্রিনিংয়ের মাধ্যমে ২. রোগ নির্ণয়ের মাধ্যমে।স্ক্রিনিং আবার দুভাবে করা যায়: ১. নিজেই নিজের স্তন পরীক্ষা করা। ২. ডাক্তার বা নার্সের সাহায্যে পরীক্ষা করা।

স্তন রোগ নির্ণয়ের ক্ষেত্রেও প্রধানত দুটি পদ্ধতি রয়েছে: ১. মেমোগ্রাম বা স্তনের বিশেষ ধরনের এক্স রে। ২. স্তনের আলট্রাসনোগ্রাম।

তাছাড়া এমআরআই এবং বায়োপসি এর মাধমেও স্তন ক্যান্সার নির্ণয় করা হয়ে থাকে।স্তন ক্যান্সার শনাক্তকরণের পরবর্তী পর্যায় হল এর সঠিক চিকিৎসা করা। স্তন ক্যান্সারের যে চিকিৎসাগুলো প্রধানত রয়েছে তা হলো: সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি ও হরমোন থেরাপি।

সার্জারির মধ্যে আবার বিভিন্ন ধরন রয়েছে। তবে কোন ধরনের চিকিৎসা রোগীর জন্য উপযুক্ত, তা বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধান্ত নেবেন।যেহেতু স্তন ক্যান্সারের নির্দিষ্ট কোনো কারণ নেই, তাই ঝুঁকি এড়ানোর জন্য স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন হওয়া এবং নিয়মিত স্তন পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।

ক্যান্সার কথাটি শোনামাত্র মানুষের মনে সৃষ্টি হয় এক বিভীষিকার। মহিলাদের কাছে তেমনি এক বিভীষিকার নাম স্তন ক্যান্সার। এক পরিসংখ্যানে দেখা যায়, আমেরিকায় প্রতি ১০ জন মহিলার মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং তাদের মধ্যে প্রতি চারজনে একজন মৃত্যুবরণ করেন। স্তন ক্যান্সারের এ পরিসংখ্যান খুবই আশঙ্কাজনক। আমাদের দেশে এ ধরনের কোনো পরিসংখ্যান হয়নি, তাই স্তন ক্যান্সারের সঠিক হার জানা যায়নি। তবে এ হার যে খুব কম নয় তা বলা বাহুল্য।

যে কারণে স্তন ক্যান্সার হতে পারে : স্তন ক্যান্সারের সঠিক কারণ এখনো সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব হয়নি, তবে মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বংশগত বিষয় : স্তন ক্যান্সারের একটি কারণ হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া ত্রুটিযুক্ত জিন। এসব জিনের মধ্যে রয়েছে BRCA 1 এবং BRCA 2 ।

চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সারের রোগ তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যান্সারের লক্ষণগুলি নির্ভর করে ক্যান্সারটি কোথায়, এটি কতটা বড় এবং এটি কাছাকাছি কোনও অঙ্গ বা টিস্যুকে কতটা প্রভাবিত করে। ক্যান্সার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে। তারা বলেন, ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এটা কী ধরনের রোগ, কী কী কারণে ঝুঁকি বাড়ে, প্রতিরোধের জন্য কী কী করণীয় সে বিষয়ে সচেতনতা জরুরি।

ক্যান্সার প্রতিরোধী যেসব খাবার খেতে হবে: অনেক বেশি আঁশযুক্ত খাবার ক্যান্সার সৃষ্টিকারী ইস্ট্রোজেনের মাত্রা কমাতে পারে। এর ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৫০% পর্যন্ত কমে। মটরশুঁটি, তাজা ফল, আস্ত শস্য এবং ফ্ল্যাভনয়েড, ক্রুসিফেরাস ফাইটোনিউট্রিয়েন্ট(ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি) ও ক্যারোটিনয়েড সমৃদ্ধ সবজি খেতে হবে।পেঁয়াজ, রসুন, পেঁয়াজ পাতা ইত্যাদি সবজিগুলো ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র‍‍্যাডিকেলকে নিরপেক্ষ করে এবং ক্যান্সার কোষের বিভক্ত হওয়া প্রতিরোধ করে। এইধরনের সবজি কাঁচা খেলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। সয়াবিন ও অন্য সয়া পণ্য যেমন- টফু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায়। কিন্তু মিষ্টি স্বাদের ও রিফাইন্ড সয়া পণ্য যেমন- সয়া দুধ ও সয়া তেল এড়িয়ে চলুন। মনে রাখবেন চিনি ক্যান্সারের সবচেয়ে ভালো বন্ধু। চিনি ক্যান্সার জিনকে সক্রিয় করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধিতে জ্বালানী হিসেবে কাজ করে।

করতে হবে শারীরিক ব্যায়াম: যেসব নারীরা দৈনিক ৩০-৪৫ মিনিট ব্যায়াম করেন তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি যারা ব্যায়াম করেনা তাদের চেয়ে কম।প্রাথমিক অবস্থায় নির্ণয় করা সম্ভব হলে শুধু ক্যান্সারযুক্ত গোটা ও আশপাশের কিছু অংশ অপারেশন করে ফেলে দিলে এবং পরবর্তীকালে রেডিওথেরাপি দিলে রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করেন।

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...
জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা।

জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে শনিবার (১৪ জানুয়ারি) মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানান সেমিনারে উপস্থিত বক্তারা ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মার্চ ফর মাদার এই অনুষ্ঠানের আয়োজন করে।শনিবার এ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করা হয়। পরে সাগর-রুনি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, দেশে অতীতের চেয়ে ক্যান্সার চিকিৎসায় অগ্রগতি হয়েছে। তবে এই চিকিৎসার ফলোআপ চেকআপ ব্যবস্থায় একেবারেই পিছিয়ে।

বর্তমানে জরায়ুমুখের ক্যান্সার জনসচেতনতা সম্পর্কে যে অগ্রযাত্রার সূচনা হলো এই ধারা অব্যহত থাকলে দেশ থেকে দ্রুততম সময়ে এই রোগ মুক্তি সম্ভব।

জননীর জন্য পদযাত্রার প্রধান সম্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গাইনি চিকিৎসক অধ্যাপক ডা. টি এ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

আরও বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডা. মোজাহেরুল হক, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শারিয়া তাসনিম, বিএসএমএমইউর গাইনি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, ডিআরইউর দপ্তর সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য কিরণ শেখ, জন হপকিনস ইউনিভার্সিটির অধ্যাপক ডা. হালিদা খানুম আক্তার, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও বিশিষ্ট ক্যান্সার গবেষক সৈয়দ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, যুগ্ম সম্পাদক জীবন কুমার সরকার,নির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...
বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে “”world Cancer society” এর অংশগ্রহণে “অরেঞ্জ হাফ ম্যারাথন” অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল “evalution ৩৬০ ডিগ্রী” এবং সার্বিক মেডিকেল সহযোগিতায় ছিলেন ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার ও বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার জনাব ড. মোজাম্মেল হক খান । World Cancer society Bangladesh এর সভাপতি জনাব হুমায়ূন কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই নিউজ এর সম্পাদক ও ক্যাট সভাপতি জনাব আলী নেয়ামত সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এছাড়াও হেলথ ক্যাম্পেইন ও মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...
স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ।

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ কর্তৃক “বৃক্ষ রোপন কর্মসূচী”

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ কর্তৃক “বৃক্ষ রোপন কর্মসূচী”

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ কর্তৃক সুপ্রভাতে জাতীয় সংগীত এর মাধ্যমে পতাকা উত্তোলন করে
“বৃক্ষ রোপন কর্মসূচী”
শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হয়।
বৃক্ষ রোপন কর্মসূচী তে উপস্থিত ছিলেন
প্রধান শিক্ষক
শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়
সভাপতি
ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ
সম্পাদক
ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ
যুগ্ম-সম্পাদক
ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ
বৃক্ষরোপন কর্মসূচীতে বিভিন্ন বনজ,ফলজ, এবং ঔষধী গাছ সহ ৫০ টি গাছ রোপন করা হয়।
পুরো প্রোগ্রামটি ওয়াল্ড ক্যান্সার সোসাইটির দক্ষ সেচ্ছাসেবকদের দ্বারা পরিচালনা করা হয়

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ কর্তৃক ” ফ্রী স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন “

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ কর্তৃক ” ফ্রী স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন “

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ কর্তৃক সাধারন মানুষ এবং ছাত্রছাত্রীদের জন্য দিনব্যাপী ” ফ্রী স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ” শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ফ্রী স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন
প্রধান শিক্ষক
শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়
সভাপতি
ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ
সম্পাদক
ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ
যুগ্ম-সম্পাদক
ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ
ফ্রী স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে প্রাথমিক ভাবে প্রেশার মাপা,ওজন মাপা,ডায়াবেটিক টেস্ট সহ অভিজ্ঞ ২জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চেকআপ করা হয়। অভিজ্ঞ ২জন ডাক্তারদের মাধ্যমে ফ্রী তে রোগী দেখা হয় এবং রোগীদের সমস্যা অনুযায়ী প্রেসক্রিপশন দেয়া হয়।
পুরো প্রোগ্রামটি ওয়াল্ড ক্যান্সার সোসাইটির দক্ষ সেচ্ছাসেবকদের দ্বারা পরিচালনা করা হয়

Related Activities

বিশ্ব ক্যান্সার দিবস, 2024

প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ'র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মূলত ক্যান্সার...

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার...

অসহায়দের মাঝে ডব্লিউসিএস বিডির ইফতার বিতরণ

রাজধানীতে এতিম শিশু ও দুঃস্থদের মাঝে এই প্রথমবারের মতো অর্গানিক  ইফতার বিতরণ করলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ(ডব্লিউসিএসবিডি)।সংস্থাটি এবার মানব শরীরের জন্য ক্ষতিকর এমন সব খাবার পরিহার করে ব্যতিক্রমী ও ভিন্ন ধারার অর্গানিক ইফতারের দিকে ঝুঁকেছেন। সারাদিন...

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য নৌ র‍্যালী

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচর বেড়ীবাঁধে শেখ জামাল সরকারি হাই স্কুল ঘাটে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক...

নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

দেশের ২২তম নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র নের্তৃবৃন্দ। শনিবার(১ এপ্রিল) দুপুর ২টায় গুলশানস্থ সায়হাম টাওয়ারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় নের্তৃবৃন্দ...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের আয়োজনে শাহজাহানপুর রেলওয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, বঙ্গবন্ধুর ভাষণ, শপথ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আমাকে বিশেষ অতিথি হিসেবে...

বিশ্ব ক্যান্সার দিবস -২০২৩ পালিত।

বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত...

জনসচেতনতামূলক ৱ্যালি – জননীর জন্য পদযাত্রা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা। জরায়ুমুখের...

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে অরেঞ্জ হাফ ম্যারাথন অনুষ্ঠিত

বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ""world Cancer society" এর অংশগ্রহণে "অরেঞ্জ হাফ ম্যারাথন" অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি সকাল ৭:০০ টায় হাতিরঝিল মেরুল পয়েন্ট থেকে শুরু হয়ে আবার একই পয়েন্টে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়েজনে ছিল "evalution ৩৬০ ডিগ্রী" এবং সার্বিক মেডিকেল...

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জাতীয় প্রেস ক্লাবে উদযাপনের ১০ বছরের আলোচনা সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সক্রিয়...