
ঢাকা মহানগরীতে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের পাশে দাড়াচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। চিকিৎসা সেবা বঞ্চিত মুমূর্ষু রোগীদের সন্ধান পেলেই অক্সিজেন সহ অন্যান্য জরুরি সরঞ্জামাদি নিয়ে ছুটে যাচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সদস্যরা। এ পর্যন্ত প্রায় অর্ধশত রোগীকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি।
পর্যাপ্ত অক্সিজেন মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, সম্পূন্য নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা মহানগরীতে করোনা আক্রান্ত কোন মুমূর্ষু রোগীর অক্সিজেন প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে যথাসময়ে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ তাদের চালু করা ‘অক্সিজেন ব্যাংক’ থেকে অক্সিজেন সরবরাহ করবে বলে জানিয়েছেন সৈয়দ হুমায়ুন কবির।
তিনি বলেন, স্কাউট, গালর্স গাইড ও রোভার সদস্যরা মহামারীর এ দু:সময়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর সামাজিক দায়বদ্ধতা থেকে অক্সিজেন ব্যাংকে সক্রিয়ভাবে দিনরাত নিরলস পরিশ্রম করছে। যেকোন স্বেচ্ছাসেবী মানসিকতার ব্যক্তি এর সঙ্গে যুক্ত হতে পারবেন। সূত্র জানায়, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ মূলত ক্যান্সার আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করে। কাউন্সিলিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। এর বাইরেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কর্মকান্ড পরিচালনা করে প্রতিষ্ঠানটি। জাতির এ ক্লান্তিলগ্নে অক্সিজেন ব্যাংক চালু করে এইরমধ্যে সবার দৃষ্টি কেড়েছে তারা।
Related Articles
‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’ বইয়ের মোড়ক উন্মোচন
লাখো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলায় ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবীরের নতুন বই প্রকাশিত হয়েছে। ‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’ শিরোনামে বইটি প্রকাশ করেছে অমর প্রকাশনী। বুধবার বিকালে বইমেলা প্রাঙ্গণে গ্রন্থ উন্মোচন মঞ্চে নতুন এ বইটির মোড়ক...
বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ পালিত
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। সংস্থাটির সভাপতি...
গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ডব্লিউসিএস বিডির পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকা সহযোগিতা প্রদান।
গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকা সহযোগিতা...
Recent Comments