ঢাকা মহানগরীতে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের পাশে দাড়াচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। চিকিৎসা সেবা বঞ্চিত মুমূর্ষু রোগীদের সন্ধান পেলেই অক্সিজেন সহ অন্যান্য জরুরি সরঞ্জামাদি নিয়ে ছুটে যাচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সদস্যরা। এ পর্যন্ত প্রায় অর্ধশত রোগীকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি।
পর্যাপ্ত অক্সিজেন মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, সম্পূন্য নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা মহানগরীতে করোনা আক্রান্ত কোন মুমূর্ষু রোগীর অক্সিজেন প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে যথাসময়ে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ তাদের চালু করা ‘অক্সিজেন ব্যাংক’ থেকে অক্সিজেন সরবরাহ করবে বলে জানিয়েছেন সৈয়দ হুমায়ুন কবির।
তিনি বলেন, স্কাউট, গালর্স গাইড ও রোভার সদস্যরা মহামারীর এ দু:সময়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর সামাজিক দায়বদ্ধতা থেকে অক্সিজেন ব্যাংকে সক্রিয়ভাবে দিনরাত নিরলস পরিশ্রম করছে। যেকোন স্বেচ্ছাসেবী মানসিকতার ব্যক্তি এর সঙ্গে যুক্ত হতে পারবেন। সূত্র জানায়, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ মূলত ক্যান্সার আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করে। কাউন্সিলিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। এর বাইরেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কর্মকান্ড পরিচালনা করে প্রতিষ্ঠানটি। জাতির এ ক্লান্তিলগ্নে অক্সিজেন ব্যাংক চালু করে এইরমধ্যে সবার দৃষ্টি কেড়েছে তারা।
Related Articles
নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও অন্যদের বাঁচাতে লড়ছেন তিনি
নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও থেমে নেই তার যুদ্ধ। অসুস্থ শরীর নিয়েই অন্যদের ক্যান্সার থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন ড. সৈয়দ হুমায়ুন কবির। নিজের কষ্টার্জিত আয়ের টাকায় তিনি চালিয়ে যাচ্ছেন মানবতার এই সংগ্রাম। কখনও অসহায় রোগীর ওষুধ কিনে দিচ্ছেন, কখনও আবার ক্যান্সার...
রাজধানীতে গাছ লাগানোর পর নিজেই পরিচর্যা করছেন ড. হুমায়ুন কবির
রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক ও পরিবেশবাদী ড. সৈয়দ হুমায়ুন কবিরের ব্যক্তিগত অর্থায়নে সারাদেশেই এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে...
সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি
দেশের খ্যাতনামা ক্যানসার গবেষক, পরিবেশবাদী ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন, পলওয়ে মার্কেট, রাজারবাগ পুলিশ...





Recent Comments