বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী জরায়ু ক্যানসার সচেতনতা দিবসের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন  ক্যান্সার সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে। আর এই কাজ করতে সর্বপ্রথম জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নীতি তৈরির দাবি জানান তারা।

জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে শনিবার (১৪ জানুয়ারি) মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানান সেমিনারে উপস্থিত বক্তারা ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মার্চ ফর মাদার এই অনুষ্ঠানের আয়োজন করে।শনিবার এ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করা হয়। পরে সাগর-রুনি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, দেশে অতীতের চেয়ে ক্যান্সার চিকিৎসায় অগ্রগতি হয়েছে। তবে এই চিকিৎসার ফলোআপ চেকআপ ব্যবস্থায় একেবারেই পিছিয়ে।

বর্তমানে জরায়ুমুখের ক্যান্সার জনসচেতনতা সম্পর্কে যে অগ্রযাত্রার সূচনা হলো এই ধারা অব্যহত থাকলে দেশ থেকে দ্রুততম সময়ে এই রোগ মুক্তি সম্ভব।

জননীর জন্য পদযাত্রার প্রধান সম্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গাইনি চিকিৎসক অধ্যাপক ডা. টি এ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

আরও বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডা. মোজাহেরুল হক, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শারিয়া তাসনিম, বিএসএমএমইউর গাইনি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, ডিআরইউর দপ্তর সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য কিরণ শেখ, জন হপকিনস ইউনিভার্সিটির অধ্যাপক ডা. হালিদা খানুম আক্তার, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও বিশিষ্ট ক্যান্সার গবেষক সৈয়দ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, যুগ্ম সম্পাদক জীবন কুমার সরকার,নির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।

Related Activities

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ২৫ মার্চ ২০২৫ মগবাজারে জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে। দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা ও সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সৈয়দ হুমায়ুন কবির। তিনি দোয়া পরিচালনা করেন এবং...

‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’ বইয়ের মোড়ক উন্মোচন

লাখো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলায় ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবীরের নতুন বই প্রকাশিত হয়েছে। ‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’ শিরোনামে বইটি প্রকাশ করেছে অমর প্রকাশনী। বুধবার বিকালে বইমেলা প্রাঙ্গণে গ্রন্থ উন্মোচন মঞ্চে নতুন এ বইটির মোড়ক...

বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ পালিত

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। সংস্থাটির সভাপতি...

গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ডব্লিউসিএস বিডির পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকা সহযোগিতা প্রদান।

গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকা সহযোগিতা...

জরায়ু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে জননীর জন্য পদযাত্রা

গণস্বাস্থ্য এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে জরায়ু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে জননীর জন্য পদযাত্রা ধানমন্ডি থেকে...

স্তন ক্যান্সার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচী। কৃতজ্ঞতা, মূল্যায়ন, সুপারিশ।

স্তন ক্যান্সার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচি কৃতজ্ঞতা, মূল্যায়ন, সুপারিশ, গণমাধ্যমের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা স্মারক ২০২৪ ৫ জন সহযোদ্ধাকে স্মরণ সহযোগিতায় "ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি...

টেকনাফ থেকে তেঁতুলিয়া ” গোলাপী সড়ক শুভযাত্রা “

"গোলাপী সড়ক শুভযাত্রা " এর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে। স্থান: টেকনাফ উপজেলা পরিষদ চত্বর। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির আয়োজনে গোলাপি সড়ক শোভাযাত্রায় টেকনাফ, উখিয়া ও কক্সবাজারে, বগুড়ায় ,গোবিন্দগঞ্জ গাইবান্ধায়, পলাশবাড়ী গাইবান্ধায়, মেডিকেল মোড় রংপুর, মানুষের...

স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

"স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার ও বাংলাদেশের গোলাপী মানব সংবর্ধনা"" ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর উদ্যেগে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস উপলক্ষ্যে মানুষের ভিতরে গণসচেতনতা তৈরি করার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে গোলাপী পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচী...

বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ সব সময় মানুষের কথা চিন্তা করেছে মানুষের পাশে থেকেছে এবং সব সময় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সেই ধারাবাহিকতায় এবারও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ দ্বিতীয় ধাপে বন্যার্ত মানুষদের সহায়তায় ত্রাণ বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে...

বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।

একতাই বলআলহামদুলিল্লাহ মহান আল্লাহর নিকট শুকরিয়া। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর যৌথ উদ্যেগে শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপ, ইভোলিউশন-৩৬০, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি,জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ এবং কিছু ব্যক্তিগত অর্থ  সহযোগিতায় প্রথম পর্যায়ে গত ২৩/০৮/২০২৪...