বিশ্ব ক্যান্সার দিবস আজ । প্রতি বছরের ন্যায় এবারও ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের ৬৪জেলা শহরে ওয়ার্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।মূলত ক্যান্সার সচেতনতা ও ক্যান্সার রোধে করণীয় বিষয়াদি নিয়ে সারাদেশে সংস্থাটি নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে।সভা,সেমিনার,আলোচনা ও জন সচেতনতামূলক র‍্যালিও পালন করছে আজ ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ।

দিবসটি উপলক্ষ্যে শনিবার(৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সাত্তার হল রুমে “ক্যান্সার  বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

২০২২, ২০২৩ এবং ২০২৪- এই তিন বছরের জন্য একই থিম রাখা হয়েছে। ‘Close The Care Gap’। ক্যান্সার রোগীদের মানসিক ও শারীরিক ভাবে দেখভালের সমস্যা দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধান আলোচক, অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, (ভাইস চ্যান্সেলর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের স্পদস্য মোঃ সেলিম রেজ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাসার মোঃ জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আতিকুর রহমান, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা,  আলি নিয়ামত,প্রধান উপদেষ্টা, ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ,ঢাবি এলামনাই নিউজ, সম্পাদক ও ক্যাট সভাপতি, দৈনিক বঙ্গজননী, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক বাসস,বিএফইউজে’র কোষাধ্যক্ষ ও সাংবাদিক নেতা।

সভাপতিত্ব করবেন সৈয়দ হুমায়ুন কবীর,প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ক্যান্সার স্যোসাইটি বাংলাদেশ।

এই দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়, যা পূর্বে ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত, যার ১৭০টিরও বেশি দেশে প্রায় দু’হাজার সদস্য রয়েছে।

দিবসটি  উদযাপনের উদ্দেশ্য হল মারাত্মক ও প্রাণঘাতী এই কর্কট রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা। ক্যান্সার একটি বড় রোগ, যার সময়মত চিকিৎসা প্রয়োাজন। প্রতিবছর বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। দ্বিতীয় এ মরণব্যাধিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই হচ্ছে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের নাগরিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে সচেতনতা ও শিক্ষার অভাব এবং অর্থনৈতিক অবস্থাকে বাংলাদেশে ক্যান্সার ও এ রোগে মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়।বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে ৯৮ শতাংশের বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন।বাংলাদেশে প্রতি বছর প্রায় সাড়ে সাত হাজার মানুষ এ রোগে মারা যান।

নানা কারণে স্তন ক্যান্সার হতে পারে।

‘আমাদের জীবনাচরণে এবং খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে, সেটি একটি কারণ। এছাড়া কারো পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে হতে পারে। কারো যদি বারো বছরের আগে ঋতুস্রাব হয় এবং দেরিতে মেনোপজ বা ঋতু বন্ধ হয়, তারাও ঝুঁকিতে থাকে। সেই সঙ্গে তেজস্ক্রিয় স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।’

গবেষণায় দেখা যায়, দেরিতে সন্তান গ্রহণ, আবার যাদের সন্তান নেই, বা সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের চাইতে চর্বি ও প্রাণিজ আমিষ বেশি থাকলে এবং প্রসেসড ফুড বেশি খেলে এবং অতিরিক্ত ওজন যাদের তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে।

এছাড়া দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছেন বা হরমোনের ইনজেকশন নিচ্ছেন, তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন।একই সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে। বিশেষ করে ৫০ বছর বয়সের পর এই ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তখন আর করার কিছু থাকে না।

স্তন ক্যান্সার সাধারণত দুভাবে শনাক্ত করা যায়: ১. স্ক্রিনিংয়ের মাধ্যমে ২. রোগ নির্ণয়ের মাধ্যমে।স্ক্রিনিং আবার দুভাবে করা যায়: ১. নিজেই নিজের স্তন পরীক্ষা করা। ২. ডাক্তার বা নার্সের সাহায্যে পরীক্ষা করা।

স্তন রোগ নির্ণয়ের ক্ষেত্রেও প্রধানত দুটি পদ্ধতি রয়েছে: ১. মেমোগ্রাম বা স্তনের বিশেষ ধরনের এক্স রে। ২. স্তনের আলট্রাসনোগ্রাম।

তাছাড়া এমআরআই এবং বায়োপসি এর মাধমেও স্তন ক্যান্সার নির্ণয় করা হয়ে থাকে।স্তন ক্যান্সার শনাক্তকরণের পরবর্তী পর্যায় হল এর সঠিক চিকিৎসা করা। স্তন ক্যান্সারের যে চিকিৎসাগুলো প্রধানত রয়েছে তা হলো: সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি ও হরমোন থেরাপি।

সার্জারির মধ্যে আবার বিভিন্ন ধরন রয়েছে। তবে কোন ধরনের চিকিৎসা রোগীর জন্য উপযুক্ত, তা বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধান্ত নেবেন।যেহেতু স্তন ক্যান্সারের নির্দিষ্ট কোনো কারণ নেই, তাই ঝুঁকি এড়ানোর জন্য স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন হওয়া এবং নিয়মিত স্তন পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।

ক্যান্সার কথাটি শোনামাত্র মানুষের মনে সৃষ্টি হয় এক বিভীষিকার। মহিলাদের কাছে তেমনি এক বিভীষিকার নাম স্তন ক্যান্সার। এক পরিসংখ্যানে দেখা যায়, আমেরিকায় প্রতি ১০ জন মহিলার মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং তাদের মধ্যে প্রতি চারজনে একজন মৃত্যুবরণ করেন। স্তন ক্যান্সারের এ পরিসংখ্যান খুবই আশঙ্কাজনক। আমাদের দেশে এ ধরনের কোনো পরিসংখ্যান হয়নি, তাই স্তন ক্যান্সারের সঠিক হার জানা যায়নি। তবে এ হার যে খুব কম নয় তা বলা বাহুল্য।

যে কারণে স্তন ক্যান্সার হতে পারে : স্তন ক্যান্সারের সঠিক কারণ এখনো সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব হয়নি, তবে মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বংশগত বিষয় : স্তন ক্যান্সারের একটি কারণ হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া ত্রুটিযুক্ত জিন। এসব জিনের মধ্যে রয়েছে BRCA 1 এবং BRCA 2 ।

চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সারের রোগ তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যান্সারের লক্ষণগুলি নির্ভর করে ক্যান্সারটি কোথায়, এটি কতটা বড় এবং এটি কাছাকাছি কোনও অঙ্গ বা টিস্যুকে কতটা প্রভাবিত করে। ক্যান্সার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে। তারা বলেন, ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এটা কী ধরনের রোগ, কী কী কারণে ঝুঁকি বাড়ে, প্রতিরোধের জন্য কী কী করণীয় সে বিষয়ে সচেতনতা জরুরি।

ক্যান্সার প্রতিরোধী যেসব খাবার খেতে হবে: অনেক বেশি আঁশযুক্ত খাবার ক্যান্সার সৃষ্টিকারী ইস্ট্রোজেনের মাত্রা কমাতে পারে। এর ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৫০% পর্যন্ত কমে। মটরশুঁটি, তাজা ফল, আস্ত শস্য এবং ফ্ল্যাভনয়েড, ক্রুসিফেরাস ফাইটোনিউট্রিয়েন্ট(ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি) ও ক্যারোটিনয়েড সমৃদ্ধ সবজি খেতে হবে।পেঁয়াজ, রসুন, পেঁয়াজ পাতা ইত্যাদি সবজিগুলো ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র‍‍্যাডিকেলকে নিরপেক্ষ করে এবং ক্যান্সার কোষের বিভক্ত হওয়া প্রতিরোধ করে। এইধরনের সবজি কাঁচা খেলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। সয়াবিন ও অন্য সয়া পণ্য যেমন- টফু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায়। কিন্তু মিষ্টি স্বাদের ও রিফাইন্ড সয়া পণ্য যেমন- সয়া দুধ ও সয়া তেল এড়িয়ে চলুন। মনে রাখবেন চিনি ক্যান্সারের সবচেয়ে ভালো বন্ধু। চিনি ক্যান্সার জিনকে সক্রিয় করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধিতে জ্বালানী হিসেবে কাজ করে।

করতে হবে শারীরিক ব্যায়াম: যেসব নারীরা দৈনিক ৩০-৪৫ মিনিট ব্যায়াম করেন তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি যারা ব্যায়াম করেনা তাদের চেয়ে কম।প্রাথমিক অবস্থায় নির্ণয় করা সম্ভব হলে শুধু ক্যান্সারযুক্ত গোটা ও আশপাশের কিছু অংশ অপারেশন করে ফেলে দিলে এবং পরবর্তীকালে রেডিওথেরাপি দিলে রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করেন।

Related Activities

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ২৫ মার্চ ২০২৫ মগবাজারে জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে। দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা ও সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সৈয়দ হুমায়ুন কবির। তিনি দোয়া পরিচালনা করেন এবং...

‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’ বইয়ের মোড়ক উন্মোচন

লাখো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলায় ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবীরের নতুন বই প্রকাশিত হয়েছে। ‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’ শিরোনামে বইটি প্রকাশ করেছে অমর প্রকাশনী। বুধবার বিকালে বইমেলা প্রাঙ্গণে গ্রন্থ উন্মোচন মঞ্চে নতুন এ বইটির মোড়ক...

বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ পালিত

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। সংস্থাটির সভাপতি...

গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ডব্লিউসিএস বিডির পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকা সহযোগিতা প্রদান।

গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকা সহযোগিতা...

জরায়ু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে জননীর জন্য পদযাত্রা

গণস্বাস্থ্য এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে জরায়ু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে জননীর জন্য পদযাত্রা ধানমন্ডি থেকে...

স্তন ক্যান্সার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচী। কৃতজ্ঞতা, মূল্যায়ন, সুপারিশ।

স্তন ক্যান্সার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচি কৃতজ্ঞতা, মূল্যায়ন, সুপারিশ, গণমাধ্যমের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা স্মারক ২০২৪ ৫ জন সহযোদ্ধাকে স্মরণ সহযোগিতায় "ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি...

টেকনাফ থেকে তেঁতুলিয়া ” গোলাপী সড়ক শুভযাত্রা “

"গোলাপী সড়ক শুভযাত্রা " এর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে। স্থান: টেকনাফ উপজেলা পরিষদ চত্বর। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির আয়োজনে গোলাপি সড়ক শোভাযাত্রায় টেকনাফ, উখিয়া ও কক্সবাজারে, বগুড়ায় ,গোবিন্দগঞ্জ গাইবান্ধায়, পলাশবাড়ী গাইবান্ধায়, মেডিকেল মোড় রংপুর, মানুষের...

স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

"স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার ও বাংলাদেশের গোলাপী মানব সংবর্ধনা"" ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর উদ্যেগে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস উপলক্ষ্যে মানুষের ভিতরে গণসচেতনতা তৈরি করার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে গোলাপী পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচী...

বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ সব সময় মানুষের কথা চিন্তা করেছে মানুষের পাশে থেকেছে এবং সব সময় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সেই ধারাবাহিকতায় এবারও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ দ্বিতীয় ধাপে বন্যার্ত মানুষদের সহায়তায় ত্রাণ বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে...

বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।

একতাই বলআলহামদুলিল্লাহ মহান আল্লাহর নিকট শুকরিয়া। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর যৌথ উদ্যেগে শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপ, ইভোলিউশন-৩৬০, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি,জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ এবং কিছু ব্যক্তিগত অর্থ  সহযোগিতায় প্রথম পর্যায়ে গত ২৩/০৮/২০২৪...