দেশের খ্যাতনামা ক্যানসার গবেষক, পরিবেশবাদী ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন, পলওয়ে মার্কেট, রাজারবাগ পুলিশ হাসপাতাল, নটরডেম স্কুল, মতিঝিল, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুলে বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে কৃষ্ণচূড়া, আমলকি, নিম, অর্জুন, বহেরা, হরিতকীসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা ও সবার মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন ড. হুমায়ুন কবির।
তিনি বলেন, পরিবেশ সুস্থ না থাকলে মানুষও সুস্থ থাকতে পারে না। আমাদের দেশে যেভাবে দূষণ বাড়ছে, গাছ লাগানো এখন আর অপশন নয় বরং প্রয়োজন। সকলের মাঝে এই চেতনা ছড়িয়ে দিতে আমি নিজ উদ্যোগে এই কর্মসূচি শুরু করেছি।
ড. হুমায়ুন কবির কোনো সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব খরচে সারাদেশে এই প্রকল্প পরিচালনা করছেন। গাছের চারা সংগ্রহ, পরিবহন, রোপণ থেকে শুরু করে সবকিছু তিনি তত্ত্বাবধান করছেন।
স্থানীয় একজন সচেতন নাগরিক জানান, ব্যক্তি পর্যায়ে এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। এই ধরনের কর্মকাণ্ড শুধু পরিবেশ রক্ষায়ই নয়, সচেতন নাগরিকদের মনে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
ড. হুমায়ুন কবির জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ দেশের আরও বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি বলেন, মরণব্যাধি ক্যানসার শুধু শরীরেই নয়, পরিবেশেও ছড়িয়ে পড়েছে। দূষিত পানি, বিষাক্ত বাতাস, রাসায়নিক সার-কীটনাশক—সবই এক ধরনের পরিবেশগত ক্যানসার। তাই এই রোগের বিরুদ্ধে লড়তে হলে প্রকৃতিকে সুস্থ রাখতেই হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতায় ছিল বাংলাদেশ স্কাউট দলের সদস্য ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা।
Recent Comments