দেশের খ্যাতনামা ক্যানসার গবেষক, পরিবেশবাদী ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন, পলওয়ে মার্কেট, রাজারবাগ পুলিশ হাসপাতাল, নটরডেম স্কুল, মতিঝিল, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুলে বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে কৃষ্ণচূড়া, আমলকি, নিম, অর্জুন, বহেরা, হরিতকীসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষা ও সবার মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন ড. হুমায়ুন কবির।
তিনি বলেন, পরিবেশ সুস্থ না থাকলে মানুষও সুস্থ থাকতে পারে না। আমাদের দেশে যেভাবে দূষণ বাড়ছে, গাছ লাগানো এখন আর অপশন নয় বরং প্রয়োজন। সকলের মাঝে এই চেতনা ছড়িয়ে দিতে আমি নিজ উদ্যোগে এই কর্মসূচি শুরু করেছি।
ড. হুমায়ুন কবির কোনো সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব খরচে সারাদেশে এই প্রকল্প পরিচালনা করছেন। গাছের চারা সংগ্রহ, পরিবহন, রোপণ থেকে শুরু করে সবকিছু তিনি তত্ত্বাবধান করছেন।
স্থানীয় একজন সচেতন নাগরিক জানান, ব্যক্তি পর্যায়ে এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। এই ধরনের কর্মকাণ্ড শুধু পরিবেশ রক্ষায়ই নয়, সচেতন নাগরিকদের মনে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
ড. হুমায়ুন কবির জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ দেশের আরও বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি বলেন, মরণব্যাধি ক্যানসার শুধু শরীরেই নয়, পরিবেশেও ছড়িয়ে পড়েছে। দূষিত পানি, বিষাক্ত বাতাস, রাসায়নিক সার-কীটনাশক—সবই এক ধরনের পরিবেশগত ক্যানসার। তাই এই রোগের বিরুদ্ধে লড়তে হলে প্রকৃতিকে সুস্থ রাখতেই হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতায় ছিল বাংলাদেশ স্কাউট দলের সদস্য ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা।

Related Activities

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও অন্যদের বাঁচাতে লড়ছেন তিনি

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও থেমে নেই তার যুদ্ধ। অসুস্থ শরীর নিয়েই অন্যদের ক্যান্সার থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন ড. সৈয়দ হুমায়ুন কবির। নিজের কষ্টার্জিত আয়ের টাকায় তিনি চালিয়ে যাচ্ছেন মানবতার এই সংগ্রাম। কখনও অসহায় রোগীর ওষুধ কিনে দিচ্ছেন, কখনও আবার ক্যান্সার...

রাজধানীতে গাছ লাগানোর পর নিজেই পরিচর্যা করছেন ড. হুমায়ুন কবির

রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক ও পরিবেশবাদী ড. সৈয়দ হুমায়ুন কবিরের ব্যক্তিগত অর্থায়নে সারাদেশেই এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে...

বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীতে বৃক্ষ র‍্যালি

আজ বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ বাঁচানো আমাদের সকলেরই দায়িত্ব। প্রতিবারের মতো এবারও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা...

বিশ্ব তামাকমুক্ত দিবসে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের র‍্যালি

‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাকমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের (ডব্লিউসিএসবিডি) আয়োজনে রাজধানীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে একটি...

তিন জন বিশিষ্ট চিকিৎসকের স্মরণসভা অনুষ্ঠিত

সর্বজন শ্রদ্ধেয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ, বারডেমের ল্যাবরেটরী সায়েন্সের সাবেক পরিচালক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ডা. টিএ চৌধুরী, রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা....

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ২৫ মার্চ ২০২৫ মগবাজারে জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে। দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা ও সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সৈয়দ হুমায়ুন কবির। তিনি দোয়া পরিচালনা করেন এবং...

‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’ বইয়ের মোড়ক উন্মোচন

লাখো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলায় ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবীরের নতুন বই প্রকাশিত হয়েছে। ‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’ শিরোনামে বইটি প্রকাশ করেছে অমর প্রকাশনী। বুধবার বিকালে বইমেলা প্রাঙ্গণে গ্রন্থ উন্মোচন মঞ্চে নতুন এ বইটির মোড়ক...

বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ পালিত

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। সংস্থাটির সভাপতি...

গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ডব্লিউসিএস বিডির পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকা সহযোগিতা প্রদান।

গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকা সহযোগিতা...

জরায়ু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে জননীর জন্য পদযাত্রা

গণস্বাস্থ্য এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে জরায়ু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে জননীর জন্য পদযাত্রা ধানমন্ডি থেকে...