ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ২৫ মার্চ ২০২৫ মগবাজারে জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে।
দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা ও সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সৈয়দ হুমায়ুন কবির। তিনি দোয়া পরিচালনা করেন এবং ক্যান্সার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানান।
আমাদের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেন বাংলাদেশ স্কাউটস এর সাবেক সহ-সভাপতি প্রফেসর নাজমা শামস্ মহোদয়।
ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব বর্তমান নারী সংস্কার কমিশনের সদস্য, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ হালিদা হানুম আক্তার, গোলাপী মানব ও বাংলাদেশের ক্যান্সার প্রতিরোধের জনক জনাব প্রফেসর ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, মিতালী হোসেন লেখক ও সংগঠক এবং সভাপতি প্রবীণ বান্ধব বাংলাদেশ, রাকিব হাসান যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীন বান্ধব বাংলাদেশ এছাড়া আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যান্সার সচেতনতা সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, রোটারিয়ান , এপেক্সিয়ান, নাট্যকর্মী, স্কাউট, ছাত্র, ব্যাংকার, লেখক, আলেম এতিম শিশু সহ বিভিন্ন পেশার দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি জনাব সৈয়দ হুমায়ুন কবির।
Recent Comments